ভারতের ব্যাটিং বিপর্যয়, লর্ডসে জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড

মাঠে বসেই ভারতীয় টিমের ব্যাটিং বিপর্যয় দেখলেন সৌরভ-সচিন জুটি।

July 15, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

মাঠে বসেই ভারতীয় টিমের ব্যাটিং বিপর্যয় দেখলেন সৌরভ-সচিন জুটি। লর্ডসে ১০০ রানের ব্যবধানে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারল টিম ইন্ডিয়া। টস জিতে ভারত অধিনায়ক রোহিত ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। প্রথম থেকেই জেসন রয় এবং জনি বেয়ারস্টো শামি-বুমরাকে সামলে নিয়েছিলেন। জো রুট এবং জনি বেয়ারস্টো জুটিতে ৩১ রান যোগ করেন।

কিন্তু এদিন ঘূর্ণির কেরামতি দেখান চহাল। প্রথমে ফেরান বেয়ারস্টোকে এবং তারপর রুটকে সাজঘরে ফেরান চহাল। মাত্র চার রানে শামির বলে ফিরে যান জস বাটলার। বেন স্টোকসও এদিন চহালের সামনে দাঁড়াতে পারেননি। ১০২ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের দিকে এগোচ্ছিল ইংল্যান্ড। কিন্তু এদিন দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ন হন লিয়াম লিভিংস্টোন এবং মইন আলি। ওই সময় লিভিংস্টোন ৩৩ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মইন যোগ করেন ৪৭ রান। ডেভিড উইলিইও ৪১ রানের ঝকঝকে ইনিংস খেলে স্কোর বোর্ডকে সচল রাখেন। তিন ব্যাটসম্যানের জরুরি ইনিংসে ভর করে ইংল্যান্ড ২৪৬ রান তোলে।

ভারতীয় বোলারদের চহাল চারটি উইকেট পেয়েছে। যশপ্রীত বুমরা এবং হার্দিক দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট গিয়েছে মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলিতে। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে ভেঙে পড়ে টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হয়ে ফিরে আসেন রোহিত। শিখর মাত্র ৯ রান সংগ্রহ করেই ফিরে আসেন। চার নম্বরে নেমে ফের ব্যর্থ হলেন ঋষভ পন্থ, তার সংগ্রহ শূন্য। আবারও ব্যর্থ বিরাট, মাত্র ১৬ রানে ডেভিড উইলির বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক।

লর্ডসে ২৪৬ রান তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয় নেমে আসে ভারতীয় ব্যাটিং লাইনআপে। সূর্যকুমার যাদব এবং হার্দিক জুটি ৪২ রান যোগ করেন। কিন্তু দিনটা ভারতের ছিল না। রিচি টপলের অফ স্টাম্পের বাইরের বলে বোল্ড হয়ে মাত্র ২৭ রানেই শেষ হয় সূর্যকুমারের ইনিংস। হার্দিক এবং রবীন্দ্র জাডেজা শেষ চেষ্টাও ব্যর্থ হয়। দুজনেই ২৯ রান করে। শেষ দিকে মহম্মদ শামি ২৮ বলে ২৩ রান করেন।

ইংল্যান্ডের রিচি টপলে ৬টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ডেভিড উইলি, ব্রাইডন কার্স, মইন আলি এবং লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen