অপ্রতিরোধ্য সুইজারল্যান্ড, হাঙ্গেরিকে উড়িয়ে ইউরো অভিযান শুরু সুইসদের
এদিন গ্রুপ এ-র লড়াইয়ে সুইসদের কাছে ৩-১ গোলে হারল হাঙ্গেরি।
June 15, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয় দিয়েই ইউরো অভিযান শুরু করল সুইজারল্যান্ড। এদিন গ্রুপ এ-র লড়াইয়ে সুইসদের কাছে ৩-১ গোলে হারল হাঙ্গেরি। ম্যাচের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন সুইসরা।
১২ মিনিটের মাথায় জয়ী দলের হয়ে প্রথম গোল করেন কাওয়াদাও দুয়া। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের হয়ে গোল দেন মাইকেল এবিসছের। ৬৬ মিনিটে হাঙ্গেরির হয়ে গোল শোধ দেন বার্নাবাস ভারগা। ৯০ মিনিটে জয়সূচক গোল দেন সুইসদের ব্রিল এমবোলো। ফুটবল দ্বৈরথে এই ম্যাচ নিয়ে সুইজারল্যান্ড হাঙ্গেরির বিপক্ষে শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে।