রক্ষা পেল না দলীয় কর্মীর নাবালিকা মেয়েও! ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার BJP বিধায়কের ভাইপো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৭:০১: দলীয় কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে কাঁকসায় গ্রেপ্তার হলেন বিজেপি (BJP) বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই (Sahadeb Gharui)। পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে রাজবাঁধ এলাকায় প্রাতঃভ্রমণে বেরোতেই স্থানীয় কয়েকজন তাঁকে চিনে ফেলেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ (Kanksa police) গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
সহদেব ঘড়ুই আমলাজোড়ার বামনাবেড়ার বাসিন্দা এবং সম্পর্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভা (Durgapur West Assembly) কেন্দ্রের বিজেপি বিধায়কের ভাইপো। অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ৫ মে বিজেপিরই এক কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের ঘটনা সামনে আসে। ঘটনার পর নাবালিকার পরিবার কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপর থেকেই গা ঢাকা দেন সহদেব। কাঁকসা থানার পক্ষ থেকে একাধিকবার তাঁর বাড়িতে আদালতের নির্দেশ পাঠানো হলেও তিনি অধরা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর সহদেব দাবি করেছেন, তিনি নির্দোষ। তাঁর বক্তব্য, “আমার সঙ্গে সম্পর্ক ছিল, সবাই জানত। সম্পূর্ণ নির্দোষ আমি।” পাশাপাশি তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন, যদিও কে বা কারা ফাঁসিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবারই সহদেব ঘড়ুইকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।