বিদ্রোহ-কোন্দলে বারাসাতে জামানত রক্ষার চিন্তায় BJP, বর্তমানকে সরে দাঁড়ানোর পরামর্শ প্রাক্তন গেরুয়া প্রার্থীর

বারাসাতে বিজেপির অন্দরে ক্রমেই বিদ্রোহের ঝাঁঝ বাড়ছে, ক্ষোভ প্রশমনের লক্ষণ নেই।

March 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বর্তমানকে সরে দাঁড়ানোর পরামর্শ প্রাক্তন গেরুয়া প্রার্থীর

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বারাসাতে বিজেপির অন্দরে ক্রমেই বিদ্রোহের ঝাঁঝ বাড়ছে, ক্ষোভ প্রশমনের লক্ষণ নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পোস্টার বিতর্ক, কোন্দল লেগেই আছে। এবার বিস্ফোরক মন্তব্য করলেন গতবারের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। বর্তমানকে পরামর্শের সুরে প্রাক্তন গেরুয়া প্রার্থী বললেন, তাঁর সময় যদি এত বিতর্ক হত, তাহলে নিজে থেকেই তিনি সরে যেতেন। এভাবে চলতে থাকলে গত বারের তুলনায় ভোট আরও কমবে।

উনিশের লোকসভা ভোটে বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির ভোট ৩৮ শতাংশে পৌঁছে গিয়েছিল। জয়ের ব্যাপারে আশাবাদী ছিল বিজেপি। প্রার্থী নিয়ে দলের অন্দরে নানা চর্চা ছিল। প্রার্থী করা হয় বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। ২০১৭ সালে মাদক পাচারের অভিযোগে ধৃত স্বপন মজুমদার বিজেপির টিকিটে প্রার্থী হতেই আক্রমণে নামে তৃণমূল। মাদক পাচারের অভিযোগে ধৃতকে প্রার্থী করায় বিদ্রোহ শুরু হয় গেরুয়া পার্টির অন্দরে।

প্রার্থীর বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত অভিযোগ ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চিঠি লেখে খোদ বিজেপি নেতারাই। গতবারের বিজেপি প্রার্থী মৃণালবাবু বলেন, কোনও অভিযুক্তকে প্রার্থী করাটা লজ্জার। এতে বিরোধীদের সুবিধা হবে। মনোনয়ন পর্ব শুরু হয়নি। এখনও সময় আছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে জেতা তো দূরের কথা, আগের তুলনায় ভোট অনেক কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen