মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া থামানো ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায় প্রয়াত
১৯৬৬ সালে লাল-হলুদ অধিনায়ক হন তিনি। মোহনবাগানের পরপর পাঁচবার লিগ জয়ের স্বপ্নভঙ্গ করে, সেবার লিগ ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন কুমার বন্দ্যোপাধ্যায়। আজ, ভোর সাড়ে ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন ফুটবলার।
১৯৬৬ সালে লাল-হলুদ অধিনায়ক হন তিনি। মোহনবাগানের পরপর পাঁচবার লিগ জয়ের স্বপ্নভঙ্গ করে, সেবার লিগ ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। ১৯৫৪ সালে মিলন সমিতিতে সই করেন ফুটবল জীবন শুরু করেছিলেন চন্দনবাবু। এরপর ভবানীপুর ক্লাব, সেখান থেকে জর্জ টেলিগ্রাফ। ১৯৬৩ সালে প্রথম লাল-হলুদে যোগ দেন তিনি।