ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান পাবেন গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত
সামনেই ইস্টবেঙ্গল ক্লাবের শতবাষিকী অনুষ্ঠান।
July 13, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সামনেই ইস্টবেঙ্গল ক্লাবের শতবাষিকী অনুষ্ঠান। করোনার জন্য এর আগে কিছু করা যায়নি। মঙ্গলবার ছিল ক্লাবের কার্যকরী কমিটির সভা। সেখানে ঠিক হয়েছে এবার ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান পাবেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত। অন্যান্য পুরস্কার প্রাপকদের নামও পরে ঘোষণা করা হবে। ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। সেদিন সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা-সহ নানাবিধ সমাজিক কর্মসূচি নেওয়া হচ্ছে।
ইমামির সঙ্গে ক্লাবের চুক্তির বিষয় অনেকটাই এগিয়েছে, আর কিছুদিনের মধ্যেই ফের আলোচনায় বসা হবে জানা যাচ্ছে। প্রথমে চুক্তি হবে। তারপর কোচ-সহ দল গঠন হবে। কিন্তু পুরো ব্যাপারটায় এতটাই দেরি হয়ে যাচ্ছে যে এরপর ইস্টবেঙ্গলের পক্ষে সামনের টুর্নামেন্টগুলো খেলা মুশকিল হয়ে যেতে পারে।