Prajwal Revanna: প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করলো আদালত

গত লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজ্বল রেভান্নার পক্ষে প্রচার করেছিলেন।

August 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৪: বিজেপির জোটসঙ্গী জনতা দল (সেকুলার)-এর (JD(S)) প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নাকে (Prajwal Revanna) কর্ণাটকের মাইসোরে এক গৃহকর্মীর ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করলো জনপ্রতিনিধিদের জন্য বিশেষ আদালত (Special Court for People’s Representatives)। মামলা দায়েরের মাত্র ১৪ মাসের মধ্যে এই ঐতিহাসিক রায় এসেছে। আগামী শনিবার আদালত শাস্তি ঘোষণা করবে বলে জানা গিয়েছে।

আদালতের রায় শোনার পর প্রজ্বল রেভান্নাকে কান্নাকাটি করতে দেখা গিয়েছে। বিচারক রায় পড়া শেষ করতেই তিনি ভেঙে পড়েন এবং আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় তার চোখে অশ্রু দেখা যায়। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রজ্বল রেভান্নার পক্ষে প্রচার করেছিলেন।

গত ১৮ই জুলাই শুনানি শেষ হওয়ার পর ৩০শে জুলাই রায় ঘোষণা স্থগিত করেছিল আদালত। বিচার প্রক্রিয়ায় আদালত প্রজ্বল রেভান্না এবং ২৬জন সাক্ষীর জবানবন্দি নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ, ফৌজদারি ভীতি প্রদর্শন এবং অবৈধভাবে অন্তরঙ্গ ছবি প্রচারের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রজ্বল রেভান্না আরও তিনটি ফৌজদারি মামলার প্রধান আসামি, যেগুলো গত বছর দায়ের করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ২,০০০-এর বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর এই মামলাগুলো হয়, যেখানে একাধিক নারীকে যৌন নিপীড়নের শিকার হতে দেখা গিয়েছিল। গত বছর ৩১শে মে তাকে গ্রেফতার করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen