গঙ্গাসাগরে ব্যতিক্রমী ছবি, প্রথমবার মেলায় আখড়া পেলেন কিন্নর সাধুরা

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১০: মকরসংক্রান্তি উপলক্ষ্যে বাংলার গঙ্গাসাগর হয়ে ওঠে মিনি ভারতবর্ষ। সাগর মেলা মানেই সন্ন্যাসী, সাধুদের আনাগোনা। সাধুদের জমায়েতে পুণ্যক্ষেত্র হয়ে ওঠে সাগরতট। এবারে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল মেলা প্রাঙ্গণে। এই প্রথম গঙ্গাসাগরে নিজেদের আখড়া পেলেন কিন্নর সাধুরা। এবার তাঁরাই যেন মেলার তারকা! ভীষণ খুশি তাঁরা।

গঙ্গাসাগরে নাচছেন কিন্নর সাধুরা। কারও পরনে লাল শাড়ি, কেউ কেউ আবার পরে ছিলেন গেরুয়া বসন। গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা। কপালে লাল টিপ। হাতে ত্রিশূল ও ডমরু। এই কিন্নর সাধু-সন্ন্যাসিনীরা উৎসবে মেতে উঠেছেন। মেলায় নৃত্য পরিবেশন করছেন তাঁরা, ভিড় জমছে। আগত দর্শণার্থী, আম জনতা দেখছেন। এই সাধুদের দেখতে ভিড় জমেছে মন্দির চত্বরে। দলে রয়েছে ১৫ জন। নেতৃত্বে গায়ত্রী নন্দ গিরি নামে এক কিন্নর। তাঁদের মূল ডেরা কামাখ্যা ও তারাপীঠ। কখনও উজ্জয়িনী, বা বারাণসী, কখনও আবার প্রয়াগরাজ…সারাবছর বিভিন্ন ধর্মস্থানে ঘুরে বেড়ান তাঁরা।

গঙ্গাসাগরে কিন্নর সাধুদের জন্য আখড়া পেয়ে গায়ত্রী নন্দ অত্যন্ত খুশি। তিনি জানান, এতদিন মকর সংক্রান্তির স্নানের পর মেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ফিরে যেতে হত তাদের। কোনও আখড়া ছিল না। একরাত থেকেই ফিরে যেতে হত। আখড়া না-পেয়ে এক প্রকার হতাশ ছিলেন কিন্নর সাধুরা। এবার আখড়া পেয়েছেন তাঁরা। ১০ জানুয়ারি এসেছেন তাঁরা। মেলার শেষাবধি থাকব। মেলার ব্যবস্থাপনা দেখে বেশ উচ্ছ্বসিত কিন্নর সাধুরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen