SIR-র শুনানি প্রক্রিয়ায় চরম অব্যবস্থা! মুর্শিদাবাদে লাইনে দাঁড়িয়ে বৃদ্ধার স্ট্রোক, মালদহে অসুস্থ খোদ BLO

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৮: রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR শুনানি প্রক্রিয়া ঘিরে চরম অব্যবস্থা ও হয়রানির চিত্র। কোথাও শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্ট্রোকে আক্রান্ত হলেন অশীতিপর বৃদ্ধা। আবার কোথাও কাজের প্রবল চাপে রাস্তায় লুটিয়ে পড়লেন খোদ বিএলও (BLO)। এরই মধ্যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিধায়করা। সব মিলিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) প্রক্রিয়া এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে সাধারণ মানুষ থেকে সরকারি কর্মীর মধ্যে ক্ষোভ চরমে।
ঘটনার অন্যতম কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ (Murshidabad)। মঙ্গলবার কান্দি বিডিও অফিসে SIR-এর শুনানির জন্য এসেছিলেন হিজল পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা, ৮১ বছরের বৃদ্ধা যুগলদাসী কাপাসিয়া। স্থানীয় সূত্রে খবর, অসুস্থ শরীর নিয়েই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। আচমকাই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা। উপস্থিত মানুষজন এবং স্থানীয় কর্মীরা তাঁকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকাকালীনই ওই বৃদ্ধার ‘সেরিব্রাল অ্যাটাক’ বা স্ট্রোক হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
বৃদ্ধার পুত্র সুধীর কাপাসিয়া ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মা কয়েক বছর ধরেই অসুস্থ। প্রশাসনকে সব জানিয়েও লাভ হয়নি। এই বয়সে শুনানিতে আসার ধকল সইতে না পেরেই আজ এই অবস্থা।” কেবল কান্দি নয়, বড়ঞাতেও অমানবিক দৃশ্য সামনে এসেছে। সেখানে শুনানিকেন্দ্র দোতলায় হওয়ায় চলাচলে অক্ষম বৃদ্ধ-বৃদ্ধাদের সিঁড়ি দিয়ে চ্যাংদোলা করে উপরে তুলতে দেখা গিয়েছে। যদিও কান্দির মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, SIR প্রক্রিয়ার নামে ‘বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে’, এই অভিযোগে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga)। বেলডাঙা ১ নম্বর বিডিও অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করেন বেলডাঙা ও রেজিনগর বিধানসভার দুই বিধায়ক হাসানুজ্জামান শেখ ও রবিউল আলম চৌধুরী (Rabiul Alam Chowdhury)। বিক্ষোভে নেতৃত্ব দেন বেলডাঙা পুরসভার চেয়ারম্যানও। বিধায়কদের দাবি, বেআইনিভাবে বহু মানুষের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছয়।
জনরোষের পাশাপাশি কাজের অমানুষিক চাপে বিপর্যস্ত হওয়ার ছবি ধরা পড়েছে মালদহে (Malda)। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার শুনানির নোটিস বিতরণ করতে গিয়ে মাঝরাস্তায় সংজ্ঞাহীন হয়ে পড়েন মাশরেকুল আলম নামে এক বুথ স্তরের আধিকারিক (BLO)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত কাজের চাপে এবং গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মাশরেকুলের পরিবারের তরফে ব্লক প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে, যাতে অসুস্থতার কারণে তাঁকে BLO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।