অযোধ্যায় ৫ একর জমিতে হাসপাতাল তৈরি করবে ওয়াকফ বোর্ড? জেনে নিন আসল সত্য

উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে এই দাবি ঠিক নয়। ৫ একর জমিতে কি করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

August 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

অযোধ্যায় রাম জন্মভূমির ভূমি পুজোর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, সুন্নি ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের পাওনা ৫ একর জমিতে এইমসের আদলে একটি হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি এও দাবি করা হয় ডঃ কাফিল খান এই হাসপাতালের ডিরেক্টর নিযুক্ত হবেন।

বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী এই মেসেজ পোস্ট করন। সাথে একটি ছবিও শেয়ার করা হয়, যাকে কাল্পনিক বাবরি হাসপাতালের ছবি বলে দাবি করা হয়।

মেসেজের বার্তা এরকম: “মাস্টারস্ট্রোক। সুন্নি ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৫ একরের প্রাপ্য জমিতে বাবরি হাসপাতাল তৈরি করার। এই হাসপাতালে এইমসের মত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।”

বাস্তবঃ

উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে এই দাবি ঠিক নয়। ৫ একর জমিতে কি করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বোর্ডের সিইও মহম্মদ শোয়েব জানান, বাবরি হাসপাতাল গড়ার এবং ডঃ কাফিল খানকে ডিরেক্টর করার দাবি সম্পূর্ণ ভুয়ো। যারা এই গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen