করোনায় মৃত তরুণ ডাক্তার? ভুয়ো দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সবাই তরুণ ডাক্তারের জন্য শোক প্রকাশ করেন। এমনকি বড় বড় ব্যক্তিত্বও শোক জ্ঞাপন করেন এই অনভিপ্রেত ঘটনায়।

August 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সম্প্রতি এক তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ইনি সদ্য ডাক্তারি পাস করেছিলেন। কিন্তু করোনার থাবা তার প্রাণ কেড়ে নিল।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। সবাই তরুণ ডাক্তারের জন্য শোক প্রকাশ করেন। এমনকি বড় বড় ব্যক্তিত্বও শোক জ্ঞাপন করেন এই অনভিপ্রেত ঘটনায়।

ডাঃ আয়েশা নামে এক টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি প্রথম শেয়ার করা হয়। তাতে লেখা হয়, “আমি বিদায় নিচ্ছি। করোনা ভাইরাসের সাথে লড়াইয়ে হেরে গেলাম। আমাকে, আমার এই হাসিকে মনে রেখ। বন্ধুত্বের জন্যে ধন্যবাদ। তোমাদের মনে পড়বে। সাবধানে থেক।”

আর এই পোষ্টটিই ব্যপক হারে ছড়িয়ে পড়ে।

সত্যতা

পরবর্তীতে দেখা যায় আয়েশার ছবি বলে যে ছবিটি শেয়ার করা হয়েছে সেটি অন্য একটি ওয়েবসাইট থেকে নেওয়া। অ্যাকাউন্টটিও একটি ভুয়ো। আদতেও এই নামের কেউ নেই।

শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য, করোনার মতো একটি মারণ রোগের মিথ্যে খবর প্রচার করে কেন মানুষকে এই বিপদকালে বিভ্রান্ত করা হচ্ছে! এই অমানবিকতার দায় কে নেবে?

যাচাই না করেই এই মিথ্যে খবর প্রচারের জন্যে বিতর্কের মুখে পড়তে হয় সাংবাদিক এবং বিশিষ্টদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen