IIT Bombay: আইআইটি বম্বেতে ভুয়ো ছাত্র! কোনও ডিগ্রি ছাড়াই ১৪ দিন ক্যাম্পাসে ঘোরাফেরা, অবশেষে গ্রেপ্তার

২৬শে জুন, যখন আইআইটি বম্বের এক কর্মী একটি সোফায় ঘুমন্ত অবস্থায় বিলালকে দেখতে পান। পরিচয় জানতে চাইলে সে কোনও উত্তর না দিয়ে পালিয়ে যায়।

July 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৪৫: আইআইটি বম্বের (IIT-Bombay) মতো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এক ২২ বছর বয়সী যুবক কোনও রকম আনুষ্ঠানিক ডিগ্রি (college degree) ছাড়াই প্রায় দু’সপ্তাহ কাটিয়ে দিয়েছেন – তাও আবার কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে! অবশেষে ধরা পড়ার পর তাঁকে চিহ্নিত করা হয়েছে বিলাল আহমদ তেলি নামে।

ঘটনাটি প্রকাশ্যে আসে ২৬শে জুন, যখন আইআইটি বম্বের এক কর্মী একটি সোফায় ঘুমন্ত অবস্থায় বিলালকে দেখতে পান। পরিচয় জানতে চাইলে সে কোনও উত্তর না দিয়ে পালিয়ে যায়। এরপরেই বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ক্যাম্পাসের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে কর্তৃপক্ষ নিশ্চিৎ হন যে বিলাল কোনওভাবে ছাত্রছাত্রীদের তালিকায় নেই।

তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করা হয় এবং বিলালকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে ৭ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) রয়েছে।

কী ভাবে ক্যাম্পাসে ঢুকেছিল বিলাল?

পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, বিলাল আহমদ তেলি কোনওরকম বৈধ নথি ছাড়াই নিজেকে পিএইচডি (PhD) ছাত্র হিসেবে পরিচয় দিত। এমনকি সে নকল ভর্তি হওয়ার ডকুমেন্টও তৈরি করেছিল। এইসব ভুয়ো পরিচয়ের জোরে সে নির্বিঘ্নে ক্লাসে ঢুকে লেকচার (lectures) শুনত, হোস্টেলের সোফায় ঘুমাত এবং ক্যাম্পাসে যেখানে-সেখানে ঘুরে বেড়াত। এমনকি যেখানে ফ্রি কফি (free coffee) পাওয়া যায়, সেই জায়গাগুলোও সে নিয়মিত যেত।

আইআইটি বম্বের মতো কড়া সুরক্ষাব্যবস্থার মধ্যে কী ভাবে সে এতদিন ধরা না পড়ে কাটিয়ে দিল, তা নিয়ে প্রশাসন ও নিরাপত্তা বিভাগে এখন প্রশ্ন উঠছে। এই ঘটনায় প্রশাসন ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ছাত্রদের পরিচয় যাচাই (identity verification) ও ক্যাম্পাস প্রবেশাধিকারে আরও কঠোরতা আনা হবে।

এখন সবার মনে একটাই প্রশ্ন – এই বিলাল আসলে কে? কী ছিল তার উদ্দেশ্য? তদন্ত চলছে এবং পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর মানসিক অবস্থাও পরীক্ষা করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen