নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে FIR আইপ্যাক-কর্তা প্রতীক জৈনের পরিবারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৯: আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার হঠাৎ ইডির তল্লাশি অভিযান। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধেই নথি চুরির গুরুতর অভিযোগ তুলে এফআইআর (FIR) দায়ের করল প্রতীক জৈনের পরিবার। শেক্সপিয়র সরণি থানায় এই অভিযোগ দায়ের করেছেন প্রতীকের স্ত্রী।
কয়লা পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও আইপ্যাকের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সকাল ৬টা থেকে প্রায় ৯ ঘণ্টা ধরে চলে এই অভিযান। খবর পেয়েই সকালেই প্রতীকের বাড়িতে এবং পরে সল্টলেকের অফিসে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ও প্রার্থী তালিকা চুরি করার ছক কষেছে ইডি (ED)। এরপরই তিনি ঘটনাস্থল থেকে বেশ কিছু নথি, মোবাইল ও ল্যাপটপ নিজের জিম্মায় নিয়ে নেন।
দুপুর ৩টে নাগাদ ইডি আধিকারিকরা লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই প্রতীকের স্ত্রী থানায় অভিযোগ জানান যে, ইডি তাঁদের বাড়ি থেকে জরুরি নথি ও তথ্য চুরি করেছে। অন্যদিকে, সল্টলেকের আইপ্যাক দপ্তরে ইডির হানা ও তথ্য হাতানোর অভিযোগে বিধাননগর দক্ষিণ থানাতেও পৃথক অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
পাল্টা মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। শুক্রবার আদালত দুই পক্ষের মামলাই শুনতে পারে বলে খবর। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, যতক্ষণ না ইডি দপ্তর ছাড়বে এবং প্রতীক নিরাপদে ফিরবেন, ততক্ষণ তিনি দপ্তরেই অবস্থান করবেন। শেষমেশ ইডি বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।