নেলসন ম্যান্ডেলার কিছু জনপ্রিয় উক্তি, যা আজও প্রাসঙ্গিক

নেলসন এক সংগ্রামের নাম। ২৭ বছর কারাগারে কাটিয়ে ৭৭ বছর বয়সে তিনিই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন

July 18, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

“ওরা আমাদের গান গাইতে দেয় না। নিগ্রো ভাই আমার পল রবসন। আমরা আমাদের গান গাই ওরা চায় না”

আমরা সকলেই কম বেশি এই গানটি শুনে বড় হয়েছি। এ এক আন্দোলনের গান। কৃষ্ণাঙ্গদের প্রতি বর্বর অত্যাচারের বিরূদ্ধে গর্জে ওঠার গান। আর লড়াইয়ে যিনি প্রথম সারিতে লড়েছেন, সেই জন নেতার নাম নেলসন ম্যান্ডেলা। 

নেলসন এক সংগ্রামের নাম। ২৭ বছর কারাগারে কাটিয়ে ৭৭ বছর বয়সে তিনিই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। মাত্র একটি মেয়াদই তিনি এই দায়িত্ব পালন করেন, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে বিরলতম ঘটনা।  

এই বিশ্ব নেতা বক্তা হিসেবেও ছিলেন দুর্ধর্ষ। তাঁর উচ্চারিত জনপ্রিয় উক্তিগুলি আপনার মাঝে লুকিয়ে থাকা ‘রেবেল’-কেও জাগিয়ে তুলতে পারে। চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু উক্তিঃ

  • “আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার কর না, আমাকে বিচার কর আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে”।
  • “আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা কর, যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই”।
  • “ঘৃণা মনকে অন্ধকার করে দেয়। কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না”।
  • “যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালবাসা শিখে নিতে পারে। ঘৃণা নয়, মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালবাসার জন্ম হয়”।
  • “ঘৃণা নিয়ে কেউ জন্ম গ্রহণ করে না…”
  • “সাহসী মানুষের শান্তির জন্য ক্ষমা করতে ভীত নয়”।
  • “পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে”।
  • “পেছন থেকে নেতৃত্ব দাও- আর সাথে অন্যদের বিশ্বাস দাও যে নেতা আছে সম্মুখসারিতে”।
  • “আমি বর্ণবাদকে ঘৃণা করি কারণ এটা একটা বর্বর বিষয়, তা সে কালো বা সাদা যে কোন মানুষের কাছ থেকে আসুক না কেন”।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen