কৃষি আইনের প্রতিবাদ, বিজেপি ছাড়লেন শীর্ষ নেতা

গোটা দেশজুড়ে যেভাবে কৃষিবিল নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে, তাতে এ রাজ্যেও কৃষিবিলের সমর্থনের প্রচার বিশেষ কাজে আসছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

October 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কেন্দ্রের কৃষিবিল নিয়ে দেশজোড়া বিক্ষোভ পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দলই ছেড়ে দিলেন পাঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক মালবিন্দর সিং কাং। কৃষিবিলের প্রতিবাদ হিসেবেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তাঁর অভিযোগ, ‘আমি দেশের কৃষকদের সমস্যার কথাই দলের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু বিল পাশের সময়ে দলের কোর কমিটির সদস্য হিসাবে আমার কোনও কথাই গ্রাহ্য করা হয়নি দলের তরফে। উল্টে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাকে পাকিস্তানি তকমা দেন। আসলে কৃষকদের পক্ষে কথা বললে বিজেপি নেতারা এই রকম ভাষাতেই কথা বলেন।’

এখানেই না থেমে নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে মালবিন্দর বলেন, ‘বিজেপি নেতাদের স্বভাবই হল, নরেন্দ্র মোদী যেটা করবেন-যা বলবেন, সেটাকেই সব সময়ে ঠিক বলা। প্রতিবাদ করলেই তাঁকে পাকিস্তানি বলে দেওয়া। পঞ্জাবের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনগুলি গণতান্ত্রিক পদ্ধতিতেই কৃষি আইনের প্রতিবাদ করছে। আমিও তাঁদের লড়াইয়ে পাশে আছি।’ দলের রাজ্য সভাপতির কাছেই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মালবিন্দর।

গত দশ বছরে এ রাজ্যে কত কৃষক আত্মহত্যা করেছেন, তার পরিসংখ্যান নিয়েও জেলাস্তরের বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের কৃষকসম্মান নিধি প্রকল্প কেন বাংলার কৃষকদের কাছে পৌঁছতে দেওয়া হল না, তা নিয়ে নতুন আন্দোলন শুরু করার সিদ্ধান্তও নিয়েছে বিজেপি। কিন্তু গোটা দেশজুড়ে যেভাবে কৃষিবিল নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে, তাতে এ রাজ্যেও কৃষিবিলের সমর্থনের প্রচার বিশেষ কাজে আসছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen