শুধু পঞ্জাবই নয়, এবার অন্য রাজ্যেও ভোটে লড়ার প্রস্তুতি কৃষকদের

এদিন কৃষক সংগঠনগুলি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, মামলা প্রত্যাহার ইস্যুতে কেন্দ্রের উপর ক্রমাগত চাপ বৃদ্ধি করবে তারা।

January 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

দিল্লির সীমানাগুলিতে এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলন বুঝিয়ে দিয়েছে কৃষকদের শক্তি। বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলা ওই আন্দোলনের জেরেই কৃষকরা কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাধ্য করেছেন। কৃষি আইন বাতিলে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার পর এবার বিজেপিকে রুখতে পঞ্জাবের ভোটে প্রার্থী হচ্ছে আন্দোলনরত কৃষকদের একাংশ।

তবে শুধুমাত্র পঞ্জাবই নয়, বিভিন্ন কৃষক সংগঠন সূত্রের খবর, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে শীঘ্রই এই একই ছবি দেখা যেতে পারে অন্য ভোট-রাজ্যগুলিতেও। পাশাপাশি রবিবার সংযুক্ত কিষান মোর্চা অভিযোগ করেছে, ‘প্রতিশ্রুতি দিলেও আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপই নেয়নি সরকার।’

এদিন কৃষক সংগঠনগুলি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, মামলা প্রত্যাহার ইস্যুতে কেন্দ্রের উপর ক্রমাগত চাপ বৃদ্ধি করবে তারা। কিষান মোর্চার প্রশ্ন, ‘মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য কীসের অপেক্ষায় রয়েছে সরকার? ৭০০ জন কৃষকের মৃত্যুর কোনও দাম কি তাদের কাছে নেই?’

রবিবার সংযুক্ত কিষান মোর্চার কোর কমিটির সদস্য হান্নান মোল্লা বলেছেন, ‘কোনও রাজনৈতিক দল গঠনে কিংবা রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে সংযুক্ত কিষান মোর্চার নাম ব্যবহার করা যাবে না। কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রার্থী হন অথবা কোনও কৃষক সংগঠন যদি আলাদাভাবে রাজনৈতিক দল তৈরি করে, তাহলে আমরা বাধা দেব না। বিজেপির অবস্থান যে কৃষক বিরোধী, তা ইতিমধ্যেই প্রমাণিত। ফলে নির্বাচনে আমাদের স্লোগানই হবে, বিজেপি হটাও।’

আগামী ১৫ জানুয়ারি দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকের পরই এ ব্যাপারে সুনির্দিষ্ট দিশা মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen