মেয়ের বিশ্বকাপ জয়ে ঘুচল বাবার দুঃখ,পেসার ক্রান্তি গৌড়ের বাবা দীর্ঘ ১৩ বছর পরে ফিরে পেলেন হারানো পুলিশের চাকরি

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০: মেয়ের সাফল্যের হাত ধরেই বাবার হারানো চাকরি ফিরে এল—এমনই এক মানবিক ও অনুপ্রেরণামূলক গল্পের সাক্ষী হল মধ্যপ্রদেশ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের নায়িকাদের অন্যতম পেসার ক্রান্তি গৌড়ের সাফল্যের পরই তাঁর বাবা মুন্না সিংয়ের জীবনে এল বড় স্বস্তি। প্রায় ১৩ বছর পর মধ্যপ্রদেশ পুলিশে কনস্টেবলের পদে পুনর্বহাল করা হল মুন্না সিংকে।

২০১২ সালে নির্বাচনী ডিউটির সময় কথিত অবহেলার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন মুন্না সিং। দীর্ঘদিন ধরে সেই মামলা ঝুলে ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্যোগে বিষয়টির ইতিবাচক সমাধান হল বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস সারং। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ হেডকোয়ার্টার্স এই পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর করেছে।

সম্প্রতি মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে ক্রান্তি গৌড়কে আশ্বাস দিয়েছিলেন যে তাঁর বাবার চাকরি ফিরিয়ে দেওয়া হবে। প্রতিশ্রুতি রাখলেন তিনি। বিশ্বাস সারং বলেন, এই সিদ্ধান্ত শুধু একটি পরিবারের আর্থিক ও সামাজিক স্বস্তি ফেরাল না, বরং ক্রীড়াবিদদের প্রতি সরকারের সংবেদনশীলতা ও সম্মানকেও তুলে ধরল।

সবচেয়ে বড় কথা, মেয়ের সাফল্যের হাত ধরেই বাবার স্বপ্ন পূরণ হল—পুলিশের উর্দি পরেই সম্মানের সঙ্গে অবসর নেওয়ার সুযোগ পেলেন মুন্না সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen