Super Cup: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শুট আউটে সুপার কাপ জয় গোয়ার

December 7, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শুট আউটে সুপার কাপ জয় গোয়ার

গোয়ার মাটিতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হার লাল-হলুদের। সুপার কাপ নিজেদের কাছেই রাখল গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া। IFA শিল্ডের পর এবারেও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হল ব্রুজোর ছেলেদের। যদিও সেমিফাইনালে লাল কার্ড দেখায় ডাগআউটে ছিলেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। পেনাল্টি শুট আউটে গোয়া ৬-৫ গোলে জিতে গেল।

ম্যাচের শুরুতে ৬ মিনিটে ফ্রি কিক পেলেও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ। ২০ মিনিটে বিপিন সিংয়ের দুর্দান্ত ক্রসেও বল জালে জড়াতে ব্যর্থ হন নাওরেম মহেশ। ৪২ মিনিটে বিপিন সিংয়ের পাস সোজা চলে আসে নাওরেমের কাছে। তাঁর শট রুখে দেন গোয়ান গোলরক্ষক হৃতিক তিওয়ারি। বিরতির ঠিক আগে ফের একবার সুযোগ ছিল নাওরেমের কাছে। তবে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ বাড়ায় গোয়া। ৬২ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলও। বিপিন সিং পাস বাড়িয়েছিলেন হিরোশিকে লক্ষ্য করে। কিন্তু কাজের কাজ হয়নি। ৭৪ মিনিটে পিভি বিষ্ণুর শট গোল লাইন থেকে ফেরান গোয়ার গোলরক্ষক। ৭৬ মিনিটে বেঁচে যায় ইস্টবেঙ্গল! ৮০ মিনিটে ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে মাঝমাঠ থেকে শট নেন মোরেনো। লাল-হলুদ গোলকিপার কিছুটা এগিয়ে থাকায় সুযোগ পেয়েছিল গোয়া। কিন্তু বল পোস্টে লাগে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোলের মুখ খোলেনি ১২০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায় ম্যাচ টাইব্রেকারে পৌঁছয়।

প্রথম শটে গোল করেন ইস্টবেঙ্গলের কেভিন সিবিলে। গোয়ার হয়ে প্রথম শট মারেন বোরহা। কিন্তু তিনি বারে মারেন, এগিয়ে যায় মশাল। সল ক্রেসপো বল জালে জড়িয়ে দেন। গোয়ার সিভেরিও গোল করেন। ইস্টবেঙ্গলের মিগুয়েলও গোল করেন। গোয়ার ড্রাজিচে বল জড়িয়ে দেন জালে। রশিদ বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। নেমিল গোয়াকে সমতায় ফেরান। আনোয়ার গোল করে আশা জিইয়ে রাখলেন। তিমোর ফের সমতা ফেরালেন। হামিদ গোল করলেন। গোয়ার উদান্তও বল জালে গলিয়ে দিলেন। পারলেন না ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু। বারের উপর দিয়ে বল উড়িয়ে দিলেন। সাহিল তাভোরা গোল করে ছিনিয়ে নিয়ে গেলেন জয়।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen