কৃষকদের পাশে ‘ফাইটার দিদি’ – প্রকাশ পেল নতুন এপিসোড

ফাইটার দিদির নতুন এপিসোড কৃষকদের মসিহা রূপে অবতীর্ণ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

April 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার ভোটের প্রচারে বিভিন্ন অভিনব পন্থা নিয়েছে সব রাজনৈতিক দলই। তৃণমূলও পিছিয়ে নেই সেই দৌড়ে। খেলা হবে স্লোগান এবার শাসক দলের মাস্টার স্ট্রোক। কিন্তু এছাড়াও যা সকলের মন কেড়েছে তা হল ফাইটার দিদি অ্যানিমেশন সিরিজ। এর আগে তিনটি এপিসোড ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার মুক্তি পেল চতুর্থ এপিসোড।

ফাইটার দিদির নতুন এপিসোড কৃষকদের মসিহা রূপে অবতীর্ণ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে রাজ্যের কৃষি মান্ডিতে মনের আনন্দে কেনা বেচা করছেন কৃষকরা। হঠাৎ একটি ট্রাকে করে এলেন বহিরাগতের দল। যা দেখে ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন কৃষকরা। এসেই বহিরাগতরা কৃষি মান্ডিতে তালা লাগিয়ে দিলেন।

এরপর অত্যাচার শুরু হয় বহিরাগতদের। কৃষকদের গলায় ফাঁসি দিয়ে পুঁজিবাদীর পকেটমানি আদায় করতে দেখা যায় তাদের। কৃষকদের চাবুক মারতেও দেখা যায়। এরপরই এলেন ফাইটার দিদি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এসে ফাঁসির দড়ি কেটে দিলেন এবং কৃষকদের চাবুক খাওয়ার হাত থেকেও বাঁচালেন। ভাঙা পা দিয়েই বহিরাগতদের দাড়িপাল্লায় তুললেন তিনি। খুশিতে চিৎকার করে উঠলেন কৃষকরা।

এই এপিসোডটিও যে মুক্তি পাওয়ার সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen