অর্থমন্ত্রী চন্দ্রিমা, নগর উন্নয়নে ফের ববি – রদবদল রাজ্য মন্ত্রিসভায়

আজই নির্দেশিকা জারি করে এমনটা জানানো হল।

March 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য মন্ত্রিসভায় সামান্য রদবদল (West Bengal Cabinet Reshuffle) হল। ফিরহাদ হাকিমকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের স্বাধীন প্রতিমন্ত্রী থেকে সরানো হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। আজই নির্দেশিকা জারি করে এমনটা জানানো হল। সেই কথা টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

প্রসঙ্গত, রাজ্য বিধানসভার বাজেট (Bengal Budget) অধিবেশনের শেষেই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমন জল্পনা সম্প্রতি শোনা যাচ্ছিল রাজ্যের প্রশাসনিক মহলে। উল্লেখ্য, এর আগে বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন গত নভেম্বর মাসে ছোট আকারে মন্ত্রীদের দপ্তর বদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ৪ নভেম্বর প্রয়াত হন প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর হাতে থাকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়কে। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে ওই দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছিল। সঙ্গে ওই দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকেও রেখে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে। ওই দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে। মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে অসুস্থ থাকায় তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁর প্রয়াণে মন্ত্রিসভায় একটি দপ্তর ফাঁকা হয়েছে। সেই দপ্তরে মুখ্যমন্ত্রী নতুন কোনও মন্ত্রী নেবেন কি না বা পুরোনো কোনও মন্ত্রীর দপ্তর বদল করবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen