সাগর মেলায় অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক ছাউনি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! আজ, শুক্রবার ভোরে কপিলমুনি আশ্রম চত্বরে ভয়াবহ আগুন লাগে! একের পর এক ছাউনি পুড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রশাসনের আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কতগুলি ছাউনি পুড়ে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ কপিলমুনির আশ্রম এলাকায় হোগল পাতার তৈরি এক ছাউনিতে আগুন দেখেন স্থানীয়রা। শুকনো পাতা দিয়ে ছাউনি তৈরি হওয়ায় দ্রুত ভয়াবহ চেহারা নেয় আগুন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ছাউনিতে। পুড়ে ছাই হয় একাধিক ছাউনি। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন প্রায় নিয়ন্ত্রণে। এখনও কাজ চলছে। ঘটনাস্থলে আছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে বা রান্নার উনুন থেকে আগুন লাগতে পারে।