‘দ্য রাজা সাব’ ছবি চলাকালীন থিয়েটারে আগুন, প্রভাসের এন্ট্রিতে অনুরাগীদের উচ্ছ্বাসেই বিপত্তি

January 10, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: ওড়িশার রায়গড়ার একটি সিনেমা হলে বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। শুক্রবার প্রভাস অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য রাজা সাব’-এর প্রদর্শনের সময় হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে রায়গড়ার আশোক টকিজে, ছবির একেবারে গুরুত্বপূর্ণ মুহূর্তে—যখন পর্দায় প্রভাসের গ্র্যান্ড এন্ট্রি দেখানো হচ্ছিল।

প্রভাসের এন্ট্রি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অভিযোগ, সেই উচ্ছ্বাস থেকেই হলের ভিতরে কিছু অনুরাগী আতশবাজি ফাটাতে শুরু করেন এবং পর্দার সামনে আরতি করতেও দেখা যায় তাঁদের। এর জেরেই আচমকা স্ক্রিনের কাছাকাছি এলাকায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের জন্য দর্শকরা নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পড়ে যান।

তবে দ্রুত পরিস্থিতি সামাল দেন থিয়েটারের কর্মীরা। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ আহত হননি এবং কোনও প্রাণহানির খবরও নেই। বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি সিনেমা হলের। নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণের জন্য শো বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ছবির প্রদর্শন শুরু হয়।

ঘটনাটি নিয়ে প্রশাসনের তরফে খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। পুরো বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মারুথি পরিচালিত ও চিত্রনাট্য লেখা ‘দ্য রাজা সাব’ প্রযোজনা করেছে পিপল মিডিয়া ফ্যাক্টরি এবং আইভি এন্টারটেনমেন্ট। ছবিতে প্রভাসের পাশাপাশি অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক গ্রাম বাংলার প্রেক্ষাপটে, যেখানে আবেগ, পারিবারিক সম্পর্ক ও অতিপ্রাকৃত মোড় মিলেমিশে রয়েছে।

৯ জানুয়ারি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। সমালোচকদের বড় অংশের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে প্রথম দিনেই প্রায় ৪৫ কোটি টাকা আয় করেছে ‘দ্য রাজা সাব’। প্রি-রিলিজ ব্যবসা মিলিয়ে ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫৪.১৫ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen