ঢাকা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাহত উড়ান পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪০: ভয়াবহ আগুনের কবলে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর (Dhaka Airport)। শনিবার দুপুর ২টো ১৫ মিনিটে আগুনের লেলিহান শিখায় জ্বলে ওঠে ৮ নং গেটের কাছে কার্গো ভিলেজ বা পণ্য রাখার জায়গার একাংশ। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের অন্তত ৩০ টি ইঞ্জিন। আগুন নেভাতে নাজেহাল দশা হয় দমকল কর্মীদের (Firefighter)। আপাতত বন্ধ রাখা হয়েছে অগ্নিকাণ্ডের জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা।
সূত্রের খবর, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট, ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর (Indigo) ৬ই১১১৬ ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। জানা গিয়েছে, ঢাকাগামী কয়েকটি বিমান নিরাপত্তার কারণে বিকল্প রুটে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর (Airport) দমকল বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। নৌবাহিনীও আগুন (Fire) নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে। কাজে নেমেছে বিজিবিও (BGBO)।