আবার উত্তেজনা অসম-মিজোরাম সীমানায়, গুলিবিদ্ধ ১
অসম পুলিস সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
August 18, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সপ্তাহ তিনেক পর ফের উত্তেজনা ছড়াল অসম-মিজোরাম সীমানায়।
মিজোরামের (Mizoram) অভিযোগ, অসম পুলিস (Assam Police) সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলিতে জখম হয়েছেন একজন।
মিজোরামের কোলাশিব জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, বন্ধুর আমন্ত্রণে মাংস নিতে অসমের হাইলাকান্দি জেলার আইতলাং এলাকায় গিয়েছিলেন মিজোরামের তিনজন। তাঁদের আমন্ত্রণ করেছিলেন অসমের বিলাইপুর এলাকার এক বাসিন্দা। সেখানেই সীমানায় প্রহরারত পুলিস গুলি চালায়। জখম হন একজন।
হাইলাকান্দির এসপি গৌরব উপাধ্যায় বলেন, দু’পক্ষের গুলি বিনিময় হলেও হতাহত নেই। এক পুলিসকর্তা জানিয়েছেন, সীমানার ওপার থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। পাল্টা গুলি ছোড়ে অসম পুলিস।