বিজেপির হারের প্রথম প্রমাণ, আইপ্যাকে ইডির হানা ইস্যুতে মমতার পাশে অখিলেশ

January 8, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: বিজেপির পরাজয় নিশ্চিত বলেই এজেন্সির এই হানা। ভোটের মুখে আই-প্যাক ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়ে তোপ দাগলেন অখিলেশ। বৃহস্পতিবার আইপ্যাকের (I-PAC) দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানাএই ঘটনাকে ঘিরে এবার সরাসরি কেন্দ্রের শাসকদল বিজেপিকে (BJP) নিশানা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে অখিলেশের সাফ দাবি, কেন্দ্রীয় এজেন্সির এই অতিসক্রিয়তাই প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিজেপির (BJP) পরাজয় নিশ্চিত।

বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভের অফিসে তল্লাশি চালায় ইডি (ED)। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই অভিযান। এই ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছেন। আর মমতার সেই সুরেই সুর মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এসপি সুপ্রিমো অখিলেশ যাদব মন্তব্য করেন, “বাংলায় বিজেপি যে হারতে চলেছে, তার প্রথম প্রমাণ ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে।” তাঁর যুক্তি, রাজনৈতিক লড়াইয়ে বিরোধীদের সঙ্গে পেরে না উঠলেই কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে বিজেপি। তিনি বলেন, ভোটের আগে এজেন্সির এই তৎপরতা আসলে বিজেপির আতঙ্কেরই বহিঃপ্রকাশ। অখিলেশের কথায়, “যেখানে মানুষের সমর্থন থাকে, সেখানে এমন কৌশলের দরকার পড়ে না।” বাংলার মানুষ সব দেখছেন এবং এর জবাব তাঁরা ব্যালটেই দেবেন বলে মনে করছেন সমাজবাদী পার্টির প্রধান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen