এবার পর্দায় দেখা যাবে নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে
তিরিশটি গল্পকে এক সুতোয় বেঁধে তৈরি হয়েছে ‘নন্টে ফন্টে’ ছবিটি।
September 30, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ছোটবেলার নস্ট্যালজিয়া এ বার পর্দায়। নারায়ণ দেবনাথ সৃষ্ট কমিক চরিত্র নন্টে ফন্টেকে নিয়ে ছবি তৈরি করেছেন অনির্বাণ চক্রবর্তী। প্রসঙ্গত, এ বছরই নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। নন্টে ফন্টের কাহিনিগুলো ছোট। তাই সেগুলো মিলিয়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবি করা চ্যালেঞ্জিং ছিল, বলে জানালেন পরিচালক।
তিরিশটি গল্পকে এক সুতোয় বেঁধে তৈরি হয়েছে ‘নন্টে ফন্টে’ ছবিটি। অনির্বাণের বক্তব্য, “এই প্রজন্মকে বাংলা সাহিত্যের স্বাদ দিতেই এই প্রচেষ্টা”। ছবিতে পরান বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় রয়েছেন। নন্টে ও ফন্টের চরিত্রে দেখা যাবে সোহম রায় চৌধুরী এবং সোহম বসুকে। করোনার কারণে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।