ফিরে দেখা ২০০৪: ডুরান্ড ফাইনালে শেষবার মুখোমুখি দুই প্রধান, কী ছিল ফলাফল?

দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে বসেছিল ফাইনালের আসর, মুখোমুখি কলকাতার দুই প্রধান।

September 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Hindu/S. Subramanium

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ড ফাইনালে আজ মশাল আর নৌকার লড়াই, ডুরান্ড কাপের মেগাফাইনালে রবিবার মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। ১৯ বছর পর একই মঞ্চে ডার্বির আসর।

কিন্তু কী হয়েছিল ২০০৪ সালের ফলাফল? ২০০৪ সালে ছিল ১১৭তম ডুরান্ড কাপ। দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে বসেছিল ফাইনালের আসর, মুখোমুখি কলকাতার দুই প্রধান। সেদিনের ডার্বি জিতেছিল লাল-হলুদ শিবির। ১৬ নম্বর ডুরান্ড কাপের খেতাব ঘরে তুলেছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কোচ ছিলেন সুভাষ ভৌমিক।

ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন দাসের জোড়া গোল করে ম্যাচের রঙ লাল-হলুদ করে ফেলেছিলেন। সেই ম্যাচটা ২-১-ফলাফলে জিতেছিল লাল-হলুদ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান; দুই দলই ১৬বার করে ডুরান্ড জিতেছে। ২০২৩ সালে দুই দলেরই সামনেই ১৭তম খেতাব জয়ের সুযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen