বাঘাযতীনে হেলে পড়ল ফ্ল্যাট! রাজনৈতিক উস্কানি দিতে গিয়ে স্থানীয়দের তাড়া খেলেন প্রাক্তন বাম কাউন্সিলর

ফ্ল্যাট হেলে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়।

January 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
বাঘাযতীনে হেলে পড়ল ফ্ল্যাট!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার দুপুরে যাদবপুর বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়ে। ইতিমধ্যেই ফ্ল্যাটবাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। চারতলা বিপজ্জনক বাড়ি নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। দুপুরেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর। অন্যদিতে বামেদের প্রাক্তন কাউন্সিলর, যাঁর আমলে ওই ফ্ল্যাটবাড়িটির অনুমোদন দেওয়া হয়েছিল, তিনিও ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য দায়ী করে প্রাক্তন বাম পুর প্রতিনিধিকে তাড়া করেন।

ফ্ল্যাট হেলে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার নিজেও ছুটে আসনে। দুজনই মেয়র পারিষদের সদস্য। মিতালি জানিয়েছেন, তিনি ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। এলাকায় চারতলা ফ্ল্যাট তৈরির অনুমতি তিনি দেন না। তিনতলা পর্যন্ত ফ্ল্যাট করা যায়। কিন্তু তিনতলা করলেও অনুমতি নিতে হয়। বিধায়ক দেবব্রত বলেছেন, “বাড়িটি ১০-১২ বছরের পুরনো। বাড়িটি হেলে গিয়েছিল। ফ্ল্যাটবাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার এক সংস্থার সাহায্য নিয়ে বাড়িটি ‘লিফ্‌ট’ করার চেষ্টা করছিলেন। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়াই কী ভাবে এই কাজ হচ্ছিল, তা খতিয়ে দেখা উচিত। আমরা পুলিশকে বলেছি তা দেখতে।” বিধায়ক আরও জানান, “১০-১২ বছর আগের ঘটনা। তবে আমার ধারণা অনুমতি নেওয়া হয়নি। দীর্ঘদিন আগে এই এলাকায় জলা জমি ছিল। সেটি বুজিয়েই ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।”

দুর্ঘটনার পর কলকাতা পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন আরএসপি কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ক্ষেপে ওঠেন। তারা তাকে তাড়া করেন। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, ফ্ল্যাট নির্মাণের বেআইনি ঘটনা আরএসপি নেতা কাউন্সিলর থাকাকালীন ঘটেছে। দুর্ঘটনার পর দুর্গতদের পাশে না-দাঁড়িয়ে, সাহায্যের হাত বাড়িয়ে না-দিয়ে রাজনীতি করছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাম আমলে বাঘাযতীন যাদবপুর অঞ্চলে কলোনি এলাকাগুলিতে বহু বাড়ি বেআইনি হয়েছে।

কী কারণে ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, ফ্ল্যাটবাড়িতে আগে ফাটল দেখা দিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তার পরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে তিন তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা। অভিযোগ, সেই নিয়ম ভেঙে চার তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen