আগরতলায় অভিষেকের আগমনের আগেই পোস্টার ছিড়ল বিজেপি

August 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘এবার ত্রিপুরা’। এই ডাক দিয়ে বাংলার পার্শ্ববর্তী রাজ্য জয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। আর সেই লক্ষ্যে আজ, সোমবার ত্রিপুরায় পা রাখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে তৃণমূলে বেশ কয়েকজন নেতার যোগদানের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা নিয়ে আগামী চিন্তাভাবনার কথাও উঠে আসবে তাঁর বক্তব্যে।

এই উপলক্ষে, ত্রিপুরা শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফ্লেক্স, ব্যানার দেওয়া হয়েছিল। সেগুলি গতকাল রাতে ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগের তির বিজেপির দিকে। অন‍্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে ট‍্যুইট করেছেন বিভিন্ন তৃণমূল নেতারা।

বাংলার পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এখন ত্রিপুরা জয় করা। সেখানকার শাসনব্যবস্থা থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে জোড়াফুল ফোটানোর লক্ষ্যে পুরোদস্তুর মনোনিবেশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ত্রিপুরা সফর করে এসেছেন। সাংগঠনিক বিষয়ে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠকও করেছেন। আর আজ, সোমবার অভিষেকের ত্রিপুরা সফরের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আজ বেলা ১২টার সময় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর সাড়ে ৩টের সময় আগরতলায় সাংবাদিক বৈঠক করবেন। দলীয় সূত্রের খবর, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকও করতে পারেন অভিষেক। গত সপ্তাহেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ত্রিপুরার বর্ষীয়ান রাজনৈতিক নেতা তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আরও বেশ কয়েকজনের তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen