ময়দান ছেড়ে রাজনীতি, গোয়ায় কংগ্রেসে যোগদান ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটোর

গোয়ায় কংগ্রেসে যোগ দিলেন তিনি। দলীয় মুখপাত্র এলভিস গোমস প্রাক্তন তারকার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

September 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ময়দানকে ‘আলবিদা’ জানিয়ে এবার রাজনীতির আঙিনায় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা (Alvito D’Cunha)। গোয়ায় কংগ্রেসে যোগ দিলেন তিনি। দলীয় মুখপাত্র এলভিস গোমস প্রাক্তন তারকার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনীতিতে পা রেখে তারকা ফুটবলার বলেন, “আমাকে আসলে ক্রীড়া আইকন হিসাবে দলে নেওয়া হচ্ছে। আমি চেষ্টা করব, খেলাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। নিঃসন্দেহে আজও আমার প্রথম পছন্দ ফুটবল। তবে ফুটবল ছাড়াও অন্য খেলাকেও আমি একইভাবে গুরুত্ব দেব। ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়নই আমার লক্ষ্য।” এদিকে অ্যালভিটোকে কংগ্রেসে পেয়ে উচ্ছ্বসিত গোমস বলছেন, “অ্যালভিটোর কংগ্রেসে (Congress) যোগদান দলের শক্তিকে আরও উদ্বুদ্ধ করবে। আমি চাই কংগ্রেসে আরও ক্রীড়াবিদ নাম লেখান।”

দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে জাতীয় দলের পাশাপাশি একাধিক ক্লাবের জার্সিতে খেলেছেন অ্যালভিটো। সেলসেটে এফসি ক্লাব থেকে প্রাথমিকভাবে ফুটবলে হাতেখড়ি হয়েছিল তাঁর। এরপর ১৯৯৭ সালে সেসা গোয়া ক্লাবের হয়ে খেলেন। এর ২ বছর পর গোয়ার সালগাওকার এসসিতে যোগ দেন। জেতেন একাধিক ট্রফি। ২০০২ সালে ইস্টবেঙ্গলে নাম লেখান। গোয়ার প্রথম ফুটবলার হিসেবে কলকাতার কোনও ক্লাবে তিনি যোগ দিয়েছিলেন। দীর্ঘদিন লাল-হলুদে (East Bengal) খেলায় কলকাতার ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছিলেন গোয়ার তারকা। ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও প্রসাশনিক কাজে নিয়োজিত করেছিলেন নিজেকে। পাশাপাশি বেশ কয়েকবছর লাল-হলুদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দেখা গিয়েছিল অ্যালভিটোকে। কংগ্রেসে যোগ দিয়ে আগামী নির্বাচনে দাঁড়াবেন বলেও জানান তিনি।

তবে খেলোয়াড়দের রাজনীতির ময়দানে পা রাখা নতুন বিষয় নয়। এর আগে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, দীপেন্দু বিশ্বাস, মনোজ তিওয়ারি, অশোক দিন্দার মতো ক্রিকেটার ও ফুটবলাররা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সেই তালিকায় নয়া সংযোজন অ্যালভিটো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen