জীবনের ২২ গজে হেরে গেলেন ইংরেজ ব্যাটার গ্রাহাম থর্প

১৯৮৮ থেকে সারের হয়ে কাউন্টি খেলতেন থর্প। ১৯৯৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

August 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন দেশের হয়ে ১০০ টেস্ট খেলা ইংরেজ ব্যাটার গ্রাহাম থর্প। মাত্র ৫৫ বছর বয়সে জীবনযুদ্ধে হেরে গেলেন গ্রাহাম থর্প। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাটার। ইসিবির তরফে বলা হয়েছে, দেশের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম গ্রাহাম থর্পের মৃত্যুতে গোটা ইংল্যান্ড গভীরভাবে শোকাহত।

১৯৮৮ থেকে সারের হয়ে কাউন্টি খেলতেন থর্প। ১৯৯৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আন্তর্জাতিক কেরিয়ারে ১০০টি টেস্ট খেলেছেন তিনি। ৮২টি ওয়ান ডে-তে খেলেছেন। কাউন্টি ক্রিকেটে ২০ হাজারের উপরে রান রয়েছে তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen