SIR জট! শুনানিতে ডাক পেয়ে এবার সরব খোদ জয়নগরের প্রাক্তন সাংসদ

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: ভোটার তালিকায় SIR প্রক্রিয়ার শুনানিতে এবার তলব করা হলো খোদ প্রাক্তন সাংসদকে। মঙ্গলবার এই ঘটনায় নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জয়নগরের (Jaynagar) প্রাক্তন SUCI সাংসদ তথা চিকিৎসক তরুণকুমার মণ্ডল (Tarunkumar Mandal)।

কমিশন সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় তরুণবাবুর নাম না থাকায় তাঁকে হাওড়ার শিবপুরে পূর্তদপ্তরের অফিসে শুনানির জন্য ডাকা হয়। কমিশনের নির্দেশ মেনে নথিপত্র নিয়ে হাজিরা দিলেও এই তলবকে ‘অহেতুক হয়রানি’ বলে দাবি করেন তিনি। ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ প্রশ্ন তোলেন, “২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি সাংসদ ছিলাম। ভোটার তালিকায় নাম না থাকলে, তখন কি তবে বাংলাদেশের লোক লোকসভায় প্রতিনিধিত্ব করেছে?”

তিনি জানান, ২০০২ সালে তিনি কেন্দ্রীয় সরকারি চাকরিসূত্রে মহারাষ্ট্রে ছিলেন, তাই তালিকায় নাম ছিল না। কিন্তু পরবর্তীকালে সাংসদ হওয়ার পরও কমিশনের কাছে কেন তথ্য নেই বা তারা কেন তা যাচাই করেনি, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

উল্লেখ্য, শুধু তরুণবাবুই নন, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি এবং দক্ষিণ হাওড়ার বিধায়ককেও সাম্প্রতিক সময়ে শুনানিতে ডাকা হয়েছে। প্রাক্তন সাংসদের অভিযোগ, যাচাইয়ের নামে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে অকারণে দৌড় করানো হচ্ছে এবং কমিশন আতঙ্কের পরিবেশ তৈরি করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen