তিন বছর পর আজই ছাড়া পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

November 10, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:৫০: অবশেষে তিন বছর পরে জেল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। SSC নিয়োগ মামলায় সিবিআইয়ের দেওয়া আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর পার্থকে জেল মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ অষ্টম সাক্ষী তথা এসএসসির (SSC) এক অফিসারের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারক রিলিজ অর্ডার প্রেসিডেন্সি জেলে (Presidency Court) জমা পড়বে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই জেলমুক্তি ঘটবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে রুটিন চেকআপে রয়েছেন তিনি।
এছাড়াও আজ মুক্তি পেতে চলেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen