ককেশাস জয় করলেন ৪ বাঙালি পর্বতারোহী

গত ২৭ জুলাই তাঁরা কলকাতা থেকে রওনা হয়েছিলেন দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, অভিজিৎ রায় ও কিরণ পাত্র। জর্জিয়া ও আজারবাইজানে অবস্থিত ককেশাস পর্বতমালায় সফল অভিযান সম্পন্ন করলেন এই ৪ বাঙালি।

August 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ২৭ জুলাই তাঁরা কলকাতা থেকে রওনা হয়েছিলেন দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, অভিজিৎ রায় ও কিরণ পাত্র। জর্জিয়া ও আজারবাইজানে অবস্থিত ককেশাস পর্বতমালায় সফল অভিযান সম্পন্ন করলেন এই ৪ বাঙালি।

বৃহত্তর ককেশাস পর্বতমালার অংশ এই পর্বত রাশিয়ার সীমানার কাছে আজারবাইজানের কুশার জেলায় অবস্থিত।বিশিষ্ট পর্বতারোহীরা বলছেন, কোনও ভারতীয় পর্বতারোহী দলের ক্ষেত্রে এই সাফল্য বেশ বিরল ঘটনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen