অনলাইন ডেলিভারির মাধ্যমে ফাঁদ পাতছে প্রতারকরা

জানা যাচ্ছে, অর্ডার না করা সত্ত্বেও বাড়িতে চলে আসছে পার্সেল। স্বাভাবিকভাবেই, হতচকিত হয়ে যাচ্ছেন অনেক গৃহবধূ।

September 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে অনলাইন সিস্টেম। আর এবার সেই অনলাইন ডেলিভারির নামেই চলছে প্রতারণার ফাঁদ পাতার কাজ। সেই জালে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন একাধিক গৃহবধূ।

জানা যাচ্ছে, অর্ডার না করা সত্ত্বেও বাড়িতে চলে আসছে পার্সেল। স্বাভাবিকভাবেই, হতচকিত হয়ে যাচ্ছেন অনেক গৃহবধূ। কীভাবে সেই পার্সেল চলে এল তা বুঝেই উঠতে পারছেন না অনেকে। আর ঠিক সেই সময় থেকেই কাজ শুরু করে প্রতারকরা।

ঐ মুহূর্তে সোজা ফোন আসে তাদের তরফ থেকে। এরপর সেই গৃহবধূকে জানানো হয় যে, বিশেষ কাউকে গিফট পাঠাতে গিয়ে ভুলবশত তাঁর ঠিকানায় সেই পার্সেলটি চলে গেছে। দাম খুব বেশি না হওয়ায় টাকা দিতে রাজি হয়ে যান অনেকেই। কিন্তু তারপর প্রতারকের পাঠানো কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতেই, মুহূর্তে ফাঁকা হয়ে যায় তাঁর অ্যাকাউন্ট। এইরকম ঘটনার শিকার হচ্ছেন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen