#Breaking যাত্রিবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মালগাড়ির, মৃত অন্তত নয়!

November 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার ছত্তীসগঢ়ের বিলাসপুরে। মঙ্গলবার বিকেলে বিলাসপুরের লালখদনের কাছে মুখোমুখি  সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী মেমু ট্রেন এবং মালগাড়ির। সংঘর্ষের জেরে একাধিক বগি লাইনচ্যুত হয়। সূত্র ফারফত জানা গেছে, অন্তত নয় জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রেল সূত্রে জানা গেছে, বিকেল প্রায় ৪টার সময় বিলাসপুর স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল আধিকারিক ও স্থানীয় উদ্ধারকর্মীরা। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি ট্র্যাক থেকে সরানোর কাজ শুরু হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, ‘মেমু ট্রেনের একটি কোচ মালগাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে দু’জন যাত্রী আহত হয়েছেন। রেলওয়ে প্রশাসন সম্পূর্ণভাবে তৎপর, আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে দুর্ঘটনার ফলে বিলাসপুর-হাওড়া মূল লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল ও কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে রেল দফতর সূত্রে জানা গেছে। সংঘর্ষে ওভারহেড তার এবং সংকেত ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রেল পরিষেবা স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিলাসপুর-কাটনি রেলপথটি দেশের অন্যতম ব্যস্ত রুটগুলির মধ্যে একটি। তাই এই দুর্ঘটনা শুধু যাত্রীদেরই নয়, গোটা পূর্ব-মধ্য ভারতের রেল পরিষেবাকেই ব্যাপকভাবে প্রভাবিত করেছে। উদ্ধার ও পুনরুদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রেল ও প্রশাসনের একাধিক টিম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen