তিনদিনের সফরে বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে হাজির থাকার কথা রাজ্য পুলিশের ডিজি-রও।

একুশের মঞ্চ তৈরি। কোমরবেঁধে রাজনৈতিক লড়াইয়ে শাসক-বিরোধী সব পক্ষ। ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এর মাঝে ফের একরাব রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।
সূত্রের খবর, আগামীকাল কলকাতায় (Kolkata) আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিক গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছচ্ছেন। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি বৈঠকস্থলের উদ্দেশে রওনা দেবেন কমিশনের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের ফুল বেঞ্চের। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের। শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে হাজির থাকার কথা রাজ্য পুলিশের ডিজি-রও।