গণধর্ষণ করে বিষ খাইয়ে খুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল চোপড়া

চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভে শামিল হয় গ্রামবাসীরা

July 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীকে গণধর্ষন করে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। দোষীদের গ্রেফতারের দাবিতে ক্ষিপ্ত গ্রামবাসীরা ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে গিয়েছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রামপঞ্চায়েতের ছত্রাগছ এলাকায়। মৃতা কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুস্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করে বিষ খাইয়ে খুন করে ফেলে রেখে গিয়েছে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভে শামিল হয় গ্রামবাসীরা।

সংগৃহীত চিত্র

স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনাস্থল থেকে দুস্কৃতীদের মোবাইল ফোন সাইকেল ও পরিচয়পত্র মিলেছে। পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের অভিযোগ, গতকাল রাতে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে দুষ্কৃতীরা। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলবে। মৃতার দাদা অভিযোগ করেছেন, তিনি একজন বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষ খাইয়ে মেরে ফেলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen