Gangasagar Mela 2026: রেকর্ড ৮৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম, নজর কাড়ল কিন্নর সাধুদের নতুন আখড়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫২: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে জনজোয়ারে ভাসল সাগরদ্বীপ। এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। এই প্রথমবার মেলায় নিজস্ব আখড়া পেলেন তৃতীয় লিঙ্গের বা কিন্নর সাধুরা। একদিকে যখন ৮৫ লক্ষ পুণ্যার্থীর সমাগমে গমগম করছে মেলা প্রাঙ্গণ, তখন অন্যদিকে কিন্নর সাধুদের ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা প্রশাসন সূত্রে খবর, মকর সংক্রান্তির দিন দুপুর ৩টে পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ৮৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রশাসনের অনুমান, বুধবার রাতের মধ্যেই এই সংখ্যা ১ কোটিতে পৌঁছে যাবে। বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত পুণ্যস্নানের শুভ যোগ থাকায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মেলার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, ‘‘ভিন্রাজ্য থেকে আগত পুণ্যার্থীরাও আমাদের আতিথেয়তায় খুশি। পানীয় জল থেকে শুরু করে থাকার জায়গা, কোথাও যাতে খামতি না থাকে, তা নিশ্চিত করা হয়েছে। প্রায় ১৫০টি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ১০ হাজার কর্মী দিনরাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন।’’
মেলায় প্রতিবারের মতো এবারও নাগা সন্ন্যাসী থেকে শুরু করে গায়ে এলইডি আলো জড়ানো ‘লাইটবাবা’-র উপস্থিতি নজর কেড়েছে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন জুনা আখড়ার ১২ জন কিন্নর সাধু। এতদিন তাঁরা বিচ্ছিন্নভাবে মেলায় এলেও, এই প্রথমবার অন্য সাধুদের সহযোগিতায় তাঁরা প্রাতিষ্ঠানিকভাবে আখড়া পেয়েছেন। তাঁদের দর্শনে ভক্তদের ভিড় ছিল উপচে পড়া। অন্যদিকে, নাগা সন্ন্যাসীরা প্রশাসনের কাছে ভাতার পাশাপাশি বিদ্যুৎ ও পানীয় জলের সুবন্দোবস্তের দাবি জানিয়েছেন।