দু’শো বছরে নবদ্বীপের রাসের ঐতিহ্যবাহী জোড়া বাঘ গৌরাঙ্গী মাতার পুজো

একেবারে প্রথমে এ পুজোয় দেবীর দু’পাশে জয়া-বিজয়ার মূর্তি থাকত। এখন দেবীর ডানদিকে থাকেন লক্ষ্মী, বাঁদিকে সরস্বতী।

November 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবদ্বীপের রাসের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হল প্রতিমা জোড়া বাঘ গৌরাঙ্গী মাতার পুজো। এমএম চণ্ডীদাস রোডের ব্যানার্জিপাড়ার পুজো প্রায় ২০০বছরের বেশি প্রাচীন। পণ্ডিতসমাজ পুজো শুরু করেছিল। এখানে দেবী জোড়া বাঘের উপর অধিষ্ঠান করেন, রণংদেহি মূর্তি তাঁর। পদতলে থাকে মহিষের মাথা। একেবারে প্রথমে এ পুজোয় দেবীর দু’পাশে জয়া-বিজয়ার মূর্তি থাকত। এখন দেবীর ডানদিকে থাকেন লক্ষ্মী, বাঁদিকে সরস্বতী।

দেবীর আটটি হাত থাকে। প্রতিটি হাত অস্ত্রে সজ্জিত থাকে। সামনের দুই হাতের মধ্যে ডানহাতে তলোয়ার ও বাঁ হাতে ঢাল থাকে। অন্যান্য হাতে থাকে তীর-ধনুক, টাঙ্গি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম-সহ নানা অস্ত্র। দেবীকে শোলার সাজে সাজানো হয়। দেবীর পুজো শুরুর আগে মণ্ডপে বুড়ো শিবের পূজা হয়। তন্ত্রমতে গৌরাঙ্গী মাতার পুজো শুরু হয়। দেবীর ভোগে ফল ছাড়াও খিচুড়ি, বিভিন্ন ভাজা, পঞ্চব্যঞ্জন, পরমান্ন দেওয়া হয়। চালকুমড়ো, আখ ও কলা বলি দেওয়া হয়।

রাসপূর্ণিমার দিন সকাল থেকে স্থানীয় মহিলারা উপবাস থেকে পুজোর আয়োজন করেন। দেবীর কাছে অঞ্জলি দেন। পুজোর দিন সকালে প্রথমে উপোস করা মহিলারা শিবের পুজো করেন। তারপর গৌরাঙ্গী মাতার পুজো শুরু হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen