ওমিক্রনের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র দিল DCGI

ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলও বেশ ভাল। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায় নি।

June 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেল (ডিসিজিআই) জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ওমিক্রনের জন্য নির্দিষ্ট একটি বুস্টার ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন (EUA) দিল।

‘মিশন কোভিড সুরক্ষা’-এর অধীনে থাকা বায়োটেকনোলজি বিভাগের (ডিবিটি) সহযোগিতায় জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস GEMCOVAC-OM নামের এই ভ্যাকসিনটি তৈরি করেছে।

ভ্যাকসিনটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। যারা Covishield এবং Covaxin এর দুটি ডোজ পেয়েছেন তাদের এটি বুস্টার হিসাবে দেওয়া যেতে পারে।

GEMCOVAC-OM একটি ‘থার্মোস্টেবল’ ভ্যাকসিন। অর্থাৎ, এই ভ্যাকসিনের জন্য mRNA-ভিত্তিক ভ্যাকসিনগুলির মতো ‘কোল্ড চেইন’ পরিকাঠামোর প্রয়োজন হয় না। এর ফলে সহজেই দেশের যে কোনও প্রান্তে এই ভ্যাকসিন পাঠানো সম্ভব।

জানা গিয়েছে, প্রথাগত সিরিঞ্জের পরিবর্তে একটি সুই-মুক্ত ইনজেকশন ডিভাইস সিস্টেম ব্যবহার করে টিকাটি দেওয়া হবে। ফলে সুই ফোঁটানোর ভয় আরা থাকল না!

ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলও বেশ ভাল। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায় নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen