ভারতে জার্মান চ্যান্সেলর: প্রতিরক্ষা থেকে ট্রানজিট ভিসা, মউ স্বাক্ষরে একগুচ্ছ উপহার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: মোদী-মের্ৎজ বৈঠকে বড় ঘোষণা। ভারতীয়দের ট্রানজিট ভিসায় ছাড় দিল জার্মানি (Germany)। দু’দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ (Friedrich Merz)। সোমবার গুজরাতের গান্ধীনগরে অনুষ্ঠিত এই বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি-সহ একাধিক বিষয়ে সমঝোতাপত্র (Mou) স্বাক্ষরিত হয়েছে। এদিনের বৈঠকের অন্যতম বড় ঘোষণা হিসেবে ভারতীয়দের জন্য ‘ট্রানজিট ভিসা’-য় ছাড়ের কথা জানিয়েছে বার্লিন।
সোমবারের বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া আরও মজবুত করার বিষয়ে সম্মত হয়েছে নয়াদিল্লি এবং বার্লিন। বর্তমানে সমরাস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত অনেকটাই রাশিয়ার (Russia) ওপর নির্ভরশীল। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের এই রুশ-নির্ভরতা কমাতে চায় জার্মানি। সে ক্ষেত্রে ভারতকে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিতে পারে বার্লিন। পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার এবং দুই দেশের মধ্যে তথ্য ও মেধার আদানপ্রদান বাড়ানোর বিষয়েও জোর দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।
সাধারণ ভারতীয়দের জন্য সুখবর হিসেবে জার্মানি জানিয়েছে, নির্দিষ্ট সময় পর্যন্ত সে দেশে অবস্থানের ক্ষেত্রে ভারতীয়দের আর ‘ট্রানজিট ভিসা’ লাগবে না। এছাড়াও, জার্মানির স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে ভারত থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিবাসনকে বৈধতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন জার্মান চ্যান্সেলর।
অর্থনৈতিক দিক থেকেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বর্তমানে নয়াদিল্লির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫ হাজার কোটি টাকার বেশি)। বর্তমানে প্রায় ২০০০ জার্মান সংস্থা ভারতে কর্মরত। মোদী ও মের্ৎজ উভয়েই এই বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। জার্মানি ইইউ-এর অন্যতম প্রভাবশালী সদস্য হওয়ায় মের্ৎজের এই সফর সেই আলোচনাকে ত্বরান্বিত করবে বলে মনে করছে কূটনৈতিক মহল। আগামী ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ভারতে আসার আগেই এই চুক্তি চূড়ান্ত রূপ পেতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ফ্রিডরিখ মের্ৎজের প্রথম এশিয়া সফর। কূটনৈতিক আলোচনার বাইরেও এদিন অন্য মেজাজে দেখা গেছে দুই রাষ্ট্রনেতাকে। বৈঠকের আগে মের্ৎজ আমদাবাদের সবরমতী আশ্রমে যান। পরে সবরমতী নদীর তীরে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জার্মান চ্যান্সেলরকে ঘুড়ি ওড়াতেও দেখা যায়।