জানুন আইপিএল মহানিলাম ২০২২ এর সব খুঁটিনাটি
এবার বাকি দলগঠনের জন্যে মহানিলামেই ঝাঁপিয়ে পড়বে ১০টি ফ্র্যাঞ্চাইজি।

আগামী ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২২ মহানিলাম। স্বাভাবিক ভাবেই বিশ্বজুড়ে চড়ছে উত্তেজনার পারদ। গতকাল নিলামে উঠতে চলা ৫৯০ জন ক্রিকেটারের বাছাইকৃত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। মহানিলামের আগে পুরানো আটটি দল সর্বোচ্চ চারজন করে ক্রিকেটারকে রিটেন করবার সুযোগ পেয়েছিল। ২০২২ সংস্করণ থেকে অংশগ্রহণ করতে চলা আহমেদাবাদ ও লখনউ দলের কাছে ছিল তিনজন করে ক্রিকেটার ড্রাফট করবার সুযোগ। নানান জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে সেই প্রক্রিয়া শেষ হয়েছে। এবার বাকি দলগঠনের জন্যে মহানিলামেই ঝাঁপিয়ে পড়বে ১০টি ফ্র্যাঞ্চাইজি। শ্রেয়স আইয়ার, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের নিয়ে তীব্র নিলামযুদ্ধের আভাস মিলেছে। জেনে নিন সেই নিলামের খুঁটিনাটি তথ্য –
২০২২ আইপিএল মহানিলামের তারিখ
ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল মহানিলাম।
কীভাবে দেখবেন আইপিএল মহানিলাম?
টেলিভিশনে আইপিএলের মহানিলাম দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ডিজিট্যাল প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারেও সরাসরি সম্প্রচার দেখা যাবে।
মহানিলামের জন্যে কতোজন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন?
২০২২ আইপিএল মহানিলামে ১২১৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ছিল ৮৯৬, বিদেশি ক্রিকেটার ৩১৮ জন।
মহানিলামে উঠবেন কতোজন ক্রিকেটার?
আইপিএল কর্তৃপক্ষের বাছাই তালিকা অনুযায়ী মহানিলামে উঠবেন ৫৯০ জন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার।
২০২২ আইপিএলে অংশ নেবে নতুন দুটি দল
২০২২ আইপিএলে পুরানো আটটি দলের পাশাপাশি আহমেদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।
মহানিলামের সর্বোচ্চ বেস প্রাইস কতো?
২০২২ আইপিএল মহানিলামের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি। এই বেস প্রাইসে নিজেদের নাম নথিভুক্ত করা ক্রিকেটারদের ক্ষেত্রে নিলাম শুরু হবে ২ কোটি টাকা থেকে।
২ কোটি বেস প্রাইস রাখা ভারতীয় ক্রিকেটারদের তালিকা –
মুজিব জাদরান, অ্যাস্টন আগার, নাথান কুল্টার-নিল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পক, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাঞ্জ, ফাফ দ্যু প্লেসিস, কাগিসো রাবাডা, ইমরান তাহির, ফাবিয়েন অ্যালেন, ডোয়েন ব্র্যাভো, এভিন ল্যুইস
১.৫ কোটি ও ১ কোটি বেস প্রাইস রাখা ক্রিকেটারদের সংখ্যা – ১.৫ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন ২০ জন ক্রিকেটার। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা।
রিটেনশান ও ড্রাফটের খতিয়ান
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), এমএস ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৮ কোটি), আনরিখ নর্খিয়া (৬ কোটি)
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কিয়েরন পোলার্ড (৬ কোটি)
পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জশ বাটলার (১০ কোটি), যশস্বী জসওয়াল (৪ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মহঃ সিরাজ (৭ কোটি)
সানরাইজার্স হায়দ্রাবাদ: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)
আহমেদাবাদ: হার্দিক পান্ডিয়া (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি), শুভমান গিল (৮ কোটি)
লখনউ: কেএল রাহুল (১৭ কোটি), মার্কাস স্টোইনিস (৯.২ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি)
দল গঠনের জন্যে ১০টি ফ্র্যাঞ্চাইজি কতো টাকা পেয়েছে?
২০২২ মরসুমে দলগঠনের জন্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাদের পার্সে ৯০ কোটি টাকা পেয়েছেন। ৯০ কোটি টাকা থেকে রিটেনশান বা ড্রাফট বাবদ খরচ হওয়া অর্থ বাদ দিয়ে বাকি টাকাটা মহানিলামে খরচ করা যাবে।
রিটেনশান, ড্রাফটের পর কোন দলের কাছে কতো টাকা রয়েছে?
চেন্নাই সুপার কিংস: ৪৮ কোটি
দিল্লি ক্যাপিটালস: ৪৭.৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স: ৪৮ কোটি
মুম্বাই ইন্ডিয়ান্স: ৪৮ কোটি
পাঞ্জাব কিংস: ৭২ কোটি
রাজস্থান রয়্যালস: ৬২ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৫৭ কোটি
সানরাইজার্স হায়দ্রাবাদ: ৬৮ কোটি
লখনউ সুপার জায়ান্টস: ৫৯ কোটি
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি: ৫২ কোটি
মহানিলাম থেকে একটি দল সর্বোচ্চ কতোজন ক্রিকেটার কিনতে পারবে?
একটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারবেন।
মহানিলামে অংশ নিতে চলা ক্রিকেটারদের মধ্যে ২২৮ জন ক্যাপড ক্রিকেটার ও ৩৫৫ জন আনক্যাপড ক্রিকেটার রয়েছেন। অ্যাসোসিয়েট দেশগুলির ৭ জন ক্রিকেটারও মহানিলামে জায়গা পেয়েছেন।
মহানিলামে কোন দেশের কতো ক্রিকেটার?
আফগানিস্তান: ১৭
অস্ট্রেলিয়া: ৪৭
বাংলাদেশ: ৫
ইংল্যান্ড: ২৪
আয়ারল্যান্ড: ৫
নিউজিল্যান্ড: ২৪
দক্ষিণ আফ্রিকা: ৩৩
শ্রীলঙ্কা: ২৩
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪
জিম্বাবোয়ে: ১
নামিবিয়া: ৩
নেপাল: ১
স্কটল্যান্ড: ২
মার্কিন যুক্তরাষ্ট্র: ১
ইতিহাসে পাতা থেকে…
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়ার নজির গড়েছিলেন বিরাট কোহলি। ২০১৮ মহানিলামের আগে ১৭ কোটির বিনিময়ে কোহলিকে রিটেন করে আরসিবি। ২০২২ মহানিলামের আগে নিজের দাম ২ কোটি কমিয়ে ১৫ কোটি করেছেন কোহলি। সম্প্রতি কেএল রাহুলকে ১৭ কোটি টাকার বিনিময়ে সই করিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি।
২০১৫ সালের নিলামে ১৬ কোটি টাকা দিয়ে যুবরাজ সিংকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ২০২১ নিলামে ১৬.৫ কোটির বিনিময়ে ক্রিস মরিসকে কিনে সেই রেকর্ড ভাঙে রাজস্থান রয়্যালস। ২০২০ নিলামে ১৫.৫ কোটি দাম পেয়েছিলেন প্যাট কামিন্স।
আসন্ন মহানিলামে নজরকাড়া দাম পেতে পারেন – শ্রেয়স আইয়ার, শাহরুখ খান, রাজবর্ধন হাঙ্গারগেকার, ডেভিড ওয়ার্নার, আবেশ খান।