গোয়ায় ফের শক্তিবৃদ্ধি তৃণমূলের, এবার যোগ দিলেন কংগ্রেসের মুখপাত্র

সম্প্রতি গোয়ায় তৃণমূলের পাঁচ নেতার দলত্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বিরোধীদের চুপ করিয়ে তৃণমূলে যোগ দিলেন রাখি।

January 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘাসফুলে যোগ দিলেন কংগ্রেসের রাজ্য মুখপাত্র রাখি প্রভুদেশাই নায়েক। মাস দু’য়েক আগে শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাখি। তাঁকে দলের রাজ্য মুখপাত্রও নিয়োগ করা হয়। কিন্তু দু’মাসের মধ্যেই মোহভঙ্গ হল এই কংগ্রেস নেত্রীর। তাঁর বক্তব্য, গোয়ার কংগ্রেস নেতৃত্ব দিশাহীন। বুধবার দুপুরেই কংগ্রেসের মুখপাত্রের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন রাখি। এরপরই সন্ধেয় গোয়া তৃণমূলের পর্যবেক্ষক মহুয়া মৈত্রের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। সম্প্রতি গোয়ায় তৃণমূলের পাঁচ নেতার দলত্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বিরোধীদের চুপ করিয়ে তৃণমূলে যোগ দিলেন রাখি।

গোয়ায় সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল। মমতা ব্যানার্জি বেশ কয়েকবার গোয়া ঘুরে এসেছেন। লিয়েন্ডার পেজ, নাফিসা আলিরা তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ায় সংগঠন তৈরির ভার দেওয়া হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। পাশাপাশি আরও দু’জন ভরসাযোগ্য নেতাকে গোয়ার কো–ইনচার্জের দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাঁদের মধ্যে আছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen