Goa Night Club Fire: আতশবাজি থেকে আগুন, নীরবতা ভেঙে সিলিন্ডার ব্লাস্টের দাবি খারিজ মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি, ২১:৫৬: গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এবার মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। তাঁর দাবি, আগুন লাগার কারণ আতশবাজি। কম প্রবেশপথের জেরে মৃতের সংখ্যা বেড়েছে বলেও মনে করেন তিনি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দাবি উড়িয়ে দিয়েছেন প্রমোদ।
উল্লেখ্য, উত্তর গোয়ার আরপোরায় বাগা সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নাইট ক্লাব বির্চে শনিবার রাতে পার্টি চলাকালীন আচমকাই আগুন ধরে যায়। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার পর থেকে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত।
গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি, আতশবাজি পোড়ানোয় নাইট ক্লাবে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রবেশপথ কম থাকায় আগুন লাগার পরেও দ্রুত বেরিয়ে আসতে পারেননি অনেকে। তাতেই মৃতের সংখ্যা বেড়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী জানান, মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সরকার সম্পূর্ণ সাহায্য করবে। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। যাবতীয় বিষয় দেখরেখ করছেন মুখ্যসচিব এবং ডিজিপি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়া পুলিশ। নাইট ক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরিয়া পলাতক। তাঁদের খুঁজছেন তদন্তকারীরা। তাঁরা দিল্লিতে আছেন খবর পেয়ে গোয়া পুলিশের একটি দল রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
.