মূলপর্বের শুরুতেই ধাক্কা, গোকুলমের কাছে ৪-২ গোলে হারল মোহনবাগান

এএফসি কাপের প্রথম ম্যাচেই চার-চারটে গোল হজম করতে হল তাদেরকে। খেলার শুরুতে কিন্তু মোহনবাগানের হয়ে রয় কৃষ্ণ বিপজ্জনক হয়ে উঠছিলেন। শেষ রক্ষা আর হলনা।

May 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে দিল গোকুলম কেরল, ছবি সৌঃ goal.com

বুধবার এএফসি কাপের প্রথম ম্যাচেই মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে দিল গোকুলম কেরল। গোকুলামের স্লোভেনিয়ার স্ট্রাইকার লুকা ম্যাজসেন মোহনবাগানকে একই শেষ করে দিলেন। সময় ভালোই যাচ্ছে গোকুলাম কেরালের। শনিবার মহামেডান স্পোর্টিংকে হারিয়ে আই লিগ জেতে গোকুলম । বুধবার সল্টলেক স্টেডিয়ামে সবুজ-মেরুনের ডিফেন্স চুরমার করে দিল তারা।

এএফসি কাপের মূলপর্বে পৌঁছতে গিয়ে শ্রীলঙ্কার ব্লু স্টার ও বাংলাদেশের আবাহনীকে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। এএফসি কাপের প্রথম ম্যাচেই চার-চারটে গোল হজম করতে হল তাদেরকে। খেলার শুরুতে কিন্তু মোহনবাগানের হয়ে রয় কৃষ্ণ বিপজ্জনক হয়ে উঠছিলেন। শেষ রক্ষা আর হলনা।

শুরুতেই অন্তত দু’ গোলে এগিয়ে যেতে পারত কলকাতার ফুটবল দৈত্যরা। এ কিন্তু ভাগ্য ছিল তাদের বিরুদ্ধে। বিরতির ঠিক আগে মোহনবাগান গোল খায়। বন্যার জল মতন গোকুলামের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে। একের পর এক গোলের পর গোল করে গোকুলাম।

এটিকে মোহনবাগানেই পক্ষে গোল করেন প্রীতম ও কোলাসো। গোকুলম কেরলের পক্ষে গোল করেন লুক মাজসেন (২), রিশাদ ও জিতিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen