শুভেন্দুর র্যালিতে ‘গোলি মারো’ স্লোগান! বিতর্ক তুঙ্গে
বিজেপির প্রথম সারির একাধিক সাংসদ থাকা সত্ত্বেও কীভাবে এমন স্লোগান উঠল তা নিয়ে জোর সমালোচনা তৈরি হয়েছে।
January 20, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

একই ছবি এবার শুভেন্দু অধিকারী র্যালিতেও। আজ বুধবার চন্দননগরে মিছিল ছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) । সেই মিছিলে একেবারে সামনের সারিতে ছিলেন অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত এবং লকেট চট্টোপাধ্যায়। আর সেই মিছিল থেকেই ওঠে ‘গোলি মারো’ স্লোগান! যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির প্রথম সারির একাধিক সাংসদ থাকা সত্ত্বেও কীভাবে এমন স্লোগান উঠল তা নিয়ে জোর সমালোচনা তৈরি হয়েছে।
বিস্তারিত আসছে…