দিওয়ালির আগেই সুখবর, মা হলেন পরিণীতি চোপড়া
October 19, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৩: মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আজই অভিনেত্রী ও তাঁর স্বামী রাঘব চাড্ডার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন দম্পতি। এই দীপাবলিতে একটি যৌথ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই খুশির খবর ঘোষণা করেছেন তাঁরা।
View this post on Instagram
উল্লেখ্য, চলতি বছরের আগস্টে এই তারকা দম্পতি ঘোষণা করেছিলেন, যে তাদের কোলে আসছে সন্তান।
শনিবার সকালে ইনস্টাগ্রামে একটি স্টোরিও ভাগ করে নিয়েছিলেন পরিণীতি। ধনতেরাস উপলক্ষ্যে আলোয় সাজানো নিজের বাড়ির বাগানের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর রবিবার বিকেলেই এলো সুখবর।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার।