বইপ্রেমীদের জন্য সুখবর, আর লম্বা লাইন নয়! বইমেলার ভিতরেই মিলবে মেট্রোর টিকিট

January 13, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৩: আর মাত্র ৯ দিনের অপেক্ষা। শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। ২২ জানুয়ারি বিকেল ৪টেয় ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার আয়োজক গিল্ড কর্তাদের আশা, গতবছরের তুলনায় এবার
আরও বেশি ভিড় জমবে বইমেলায়। কারণ, যাতায়াত এবার অনেকটাই সহজ হতে চলছে। এবারই প্রথম হাওড়া-ধর্মতলা থেকে শিয়ালদহ মেট্রো মিশেছে কলকাতা বইমেলায়। গিল্ডের আবেদনে সাড়া দিয়ে বইমেলার ভিতর এবার স্টলও দেবে মেট্রো কর্তৃপক্ষ। UPI-র মাধ্যমে সেখান থেকে টিকিট মিলবে।

এছাড়াও রবিবার এবং ছুটির দিনে চলবে মেট্রো। পরিষেবাও বাড়ানো হচ্ছে। শেষ মেট্রোর সময়ও বাড়বে বলে জানা গিয়েছে। ২২ জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৩ ও ২৬ জানুয়ারি ছাড়াও দু’টি শনিবার এবং দু’টি রবিবার পড়েছে। রয়েছে সরস্বতী পুজোও। সাধারণ মানুষের মেলায় যাতায়াতের জন্য বাস, অটো, ক্যাব তো আছেই, এবার বাড়তি পাওনা মেট্রো। ২০২২ সালে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো চালু হয়। ২০২৩ সালের বইমেলা থেকে মেট্রোয় যাতায়াত করছেন বইপ্রেমীরা। কিন্তু শিয়ালদহের সঙ্গে ধর্মতলা ও হাওড়া সংযুক্ত না-হওয়ায় বেশি সংখ্যক মানুষ যাতায়াতের সুযোগ পেতেন না। চলতি বছর ধর্মতলা ও শিয়ালদহ জুড়ে গিয়েছে। ফলে মেট্রো পথে শহর ও শহরতলি থেকে মানুষ মেলায় আসতে পারবেন। পাশাপাশি দূরের মানুষেরাও সুবিধা পাবেন।

সোমবার সাংবাদিক সম্মেলন করে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘এবার মেট্রোয় হাওড়া ও ধর্মতলা জুড়ে যাওয়ায় ভিড় বাড়বে। আমরা মেট্রো কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম বিশেষ পরিষেবা দেওয়ার জন্য। তা মেনে এই প্রথমবার মেলায় মেট্রো স্টল দেবে। দর্শকরা সেখান থেকে টিকিট কাটতে পারবেন। ফলে স্টেশনের ভিতর হুড়োহুড়ি হবে না। বইমেলার দিনগুলি আরও বেশি মেট্রো পরিষেবা মিলবে। শেষ ট্রেনের সময় বাড়িয়ে প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত চলবে।’’

জানা গিয়েছে, এবারেও মেলায় বাংলাদেশের কোনও প্রকাশনার স্টল থাকছে না।
থিম কান্ট্রি হচ্ছে মেসি-মারাদোনার দেশ আর্জেন্টিনা। মেলার ন’টি গেটে, থাকবে তোরণ। দু’টি তোরণ হবে থিম কান্ট্রির কোনও স্থাপত্যের আদলে। এবারও চালু হবে বইমেলার অ্যানড্রয়েড অ্যাপ। নেটওয়ার্কের সমস্যার কারণে মেলায় অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়তে হত ক্রেতাদের। বিগত বছর থেকে সে সমস্যা মিটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen