যাত্রীদের জন্য সুখবর! হাওড়া ও শিয়ালদহ থেকে ছুটবে অমৃত ভারত, দেখে নিন সময়সূচি

January 10, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: দীঘা বা পুরীর মতোই বারাণসীর (Varanasi) প্রতি বাঙালির টান চিরকালীন। বাবা বিশ্বনাথের ধামে যাওয়ার জন্য সেই ভ্রমণপিপাসু বাঙালিদের বড় উপহার দিল ভারতীয় রেল। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর এবার সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদহ ও বারাণসীর মধ্যে চালু হতে চলেছে ‘অমৃত ভারত এক্সপ্রেস’। রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে চলতি মাসেই, অর্থাৎ বাংলায় ভোটের আগে জানুয়ারি মাসে এই নতুন ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।

শনিবার রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ কোচের এই বিশেষ ট্রেনটি সপ্তাহে তিনদিন চলাচল করবে। এটি একটি নন-এসি স্লিপার এবং সাধারণ কামরা যুক্ত ট্রেন হওয়ায়, বন্দে ভারতের তুলনায় এর ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।

রেলের সময়সূচি অনুযায়ী, অফিস ফেরত যাত্রীদের এবং পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই সময় নির্ধারণ করা হয়েছে।

শিয়ালদহ থেকে: ট্রেনটি ছাড়বে প্রতি সোম, বুধ ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বারাণসী স্টেশনে পৌঁছাবে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে।

বারাণসী থেকে: ফিরতি পথে ট্রেনটি ছাড়বে প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে। শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছাবে পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে।

যাত্রাপথে ট্রেনটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। এর মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জসিডি, পাটনা এবং পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশন। এর ফলে তীর্থযাত্রী ছাড়াও সাধারণ যাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের যাত্রীদের জন্যও সুখবর শুনিয়েছে রেল। আলিপুরদুয়ার থেকে মুম্বই (পানভেল) এবং বেঙ্গালুরু যাওয়ার জন্য নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালানোর ঘোষণা করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে রেল পরিষেবাকে হাতিয়ার করেই ভোটারদের মন জয় করতে চাইছে কেন্দ্র সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen